আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের ওপর চালানো একটি জরিপের ফলাফলে ওঠে এসেছে এ তথ্য। চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের এক হাজার জন মানুষের ওপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার।
জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে। যা ২০২৪ সালের তুলনায় ১৪ পয়েন্ট কম। অপরদিকে ৪৭ শতাংশ জাপানি বলেছেন মার্কিনিদের সঙ্গে মিত্রতা থাকায় তারা সুরক্ষিত।
চীনের ক্ষেত্রে তাদের মত
জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ অস্ট্রেলিয়ান, ৪০ শতাংশ মার্কিনি, ৫৮ শতাংশ জাপানি এবং ৪৬ শতাংশ ভারতীয় বলেছেন, চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপ বেশি।
৫৯ শতাংশ জাপানি বলেছেন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুবই দুর্বল।
সূত্র: রয়টার্স
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫