বিনোদন ডেক্স : চিত্রনায়ক জায়েদ খান সম্প্রতি অভিনয়ের পাশাপাশি নতুন এক ভূমিকায় হাজির হয়েছেন উপস্থাপক হিসেবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে। জায়েদ খানের এবারের অতিথি আহমেদ শরীফ। এক নামেই যাকে বাংলাদেশের মানুষ চেনে। আগামী শুক্রবারের পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে দেখা যাবে এই গুণী অভিনেতাকে। জানা যাবে চলচ্চিত্রের অনেক অজানা কথা, অনেক স্মৃতিময় দিন।
নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী এ প্রসঙ্গে জায়েদ নিউইয়র্ক থেকে খান বলছেন, একজন মানুষ এই বয়সেও কত উজ্জীবিত।কত ফিট। ৮৫০ এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সিনেমার কত ইতিহাস তাঁর কাছ থেকে জানা যায়।নিজেই একটা সিনেমার ডিকশনারি। এই বয়সেও তার কণ্ঠে সিনেমার সংলাপ,আবৃত্তি এমনকি ফাইটিং এর দৃশ্যও মুগ্ধ হয়ে তাকিয়ে দেখার মতো। শুটিং সেটে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ জায়েদ খান আরো বলেন, আমি ভাগ্যবান আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। বলেছেন সিনেমার অনেক না জানা ইতিহাস। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এর ১২তম পর্বে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮ টায় দেখা যায় এই শো।








