স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওমানকে ১৩-০ ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা। একাই ৫ গোল করেছেন গ্রুপ পর্বে দুটি হ্যাটট্রিক করা আমিরুল ইসলাম। এছাড়া হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান, জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু।
ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে আজ ওমানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় লাল সবুজরা। প্রথম কোয়ার্টারেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় যুবারা। পেনাল্টি কর্নার থেকে তিনটি গোলই করেন আমিরুল। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশকে জোড়া গোল উপহার দেন রাকিবুল হাসান। এরপর ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান মোহাম্মদ আবদুল্লাহ। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন আমিরুল।
৪০তম মিনিটে ব্যবধান ৮-০ করেন ওবায়দুল হাসান। শেষ দিকে সাজু দুবার এবং আমিরুল, রাকিবুল, আবদুল্লাহ আরও একবার করে ওমানের জালে বল পাঠিয়েছেন। তাতে ১৩-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ে ১৭ থেকে ২৫ স্থান নির্ধারণীর সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেরা চারের বাধা পেরিয়ে ফাইনালেও জিতলে ১৭তম হবে তারা।
প্রথমবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি। তবে প্রতিপক্ষ বিবেচনায় লড়াইটাও মন্দ করেনি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ আর ফ্রান্সের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল লাল সবুজরা। অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। এক ড্র, দুই হারে গ্রুপপর্বে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। সব গ্রুপ মিলিয়ে ষষ্ঠ সেরা তৃতীয় দল। তাতে আপাতত ১৭ থেকে ২৫ স্থান নির্ধারণীর লড়াইয়ে নেমেছে সিগফ্রিড আইকম্যানের দল।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫