স্পোর্টস ডেস্ক : চলমান অ্যাশেজ সিরিজে এ রেকর্ডে নাম লেখান স্টার্ক। গ্যাবায় দিবারাত্রি টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাতে পেছনে ফেলেছেন ওয়াসিম আকরামকে। পাকিস্তানি এ কিংবদন্তি পেসার ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তার ১৭ বছরের ক্যারিয়ারে ১০৪ টেস্টের ১৮১ ইনিংসে ৪১৪ উইকেট নিয়েছিলেন।
গ্যাবা টেস্টে মাঠে নামার আগে তার তুলনায় ২ উইকেট পিছিয়ে ছিলেন স্টার্ক। সব মিলিয়ে তার শিকার এখন ৪১৮ উইকেট। আকরামের রেকর্ড ভাঙতে ২ ম্যাচ কম খেলেছেন ৩৫ বছর বয়সী অজি পেসার। তবে পাকিস্তানি কিংবন্তির তুলনায় তার বেশি ইনিংস লেগেছে। তিনি খেলেছেন ১৯৫ ইনিংস। টেস্টে আকরামের রেকর্ড ভাঙলেও আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তার উইকেটের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব।
৪৬০ ম্যাচে ৫৩২ ইনিংসে ৯১৬ উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক এ বিশ্বকাপজয়ী তারকা। সেখানে ২৯৭ ম্যাচে ৩৯০ ইনিংসে ৭৪৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। আকরামকে পেছনে ফেলতে তার প্রয়োজন আরও ১৭৩টি উইকেট। অবশ্য আর মাত্র ১৮টি উইকেট পেলেই পেছনে ফেলবেন লঙ্কান পেসার চামিন্দা ভাসকে। ৪৩৯ ম্যাচের ৫২০ ইনিংসে তার শিকার ৭৬১ উইকেট।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০০