ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনির দশা যেন কাটছেনা ইংলিশ জায়ান্ট লিভারপুলের। এবার নিজেদের দুর্গ হিসেবে পরিচিত অ্যানফিল্ডে ৩–০ ব্যবধানে নটিংহাম ফরেস্টের কাছে হারল অল রেডরা। খারাপ সময়ের মধ্যে থাকা বড় দলগুলো অনেক সময়ই ফিফা আন্তর্জাতিক বিরতিকে পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখে। এই বিরতিতে দল গোছায়, খেলোয়াড়েরা ফেরে সতেজ হয়ে, আর বিরতির পর মাঠে নামে নতুন উদ্যমে। কিন্তু লিভারপুলের জন্য এবারের বিরতি সেই আশীর্বাদ হয়ে এল না। বিরতির আগেই ৯ নভেম্বর ম্যানচেস্টার সিটির মাঠে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্নে স্লটের দল।
আজ বিরতি শেষে প্রথম ম্যাচেও একই চিত্র। লিভারপুলের মাঠে মুরিলো, নিকোলো সাভোনা ও গিভস–হোয়াইটের গোলে বড় জয় পায় নটিংহাম। পুরো ম্যাচে নটিংহাম মাত্র ১৩টি শট নিয়েই তিন গোল আদায় করে নেয়। বিপরীতে ২০ শট নিয়েও একটিও গোল করতে পারেনি লিভারপুল। লিগে নটিংহামের কাছে এই হার লিভারপুলের শেষ সাত ম্যাচে ষষ্ঠ হার। টানা পাঁচ জয়ে দুর্বার শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা এখন ছিটকে গেছে পয়েন্ট তালিকার ১১ নম্বরে। ১২ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ মাত্র ১৮ পয়েন্ট। অন্যদিকে নটিংহাম ফরেস্ট লিগে তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬ নম্বরে।
কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সকাল ১০:৫৯