বিনোদন ডেক্স : বলিউড অভিনেতা ধানুশ বলেছেন, অনেকেই নাকি মনে করেন তার মুখে প্রেমে ব্যর্থ মানুষের ছাপ দেখা যায়, আর তিনি এটিকে অপমান নয়, বরং প্রশংসা হিসেবেই নিয়েছেন। ‘আমার মুখ নাকি প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি,’ দিল্লিতে প্রচারণার সময় এভাবেই মন্তব্য করেন তিনি। ‘তেরে ইশক মে’ ছবির প্রচারণায় ব্যস্ত ধানুশ জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ–অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি।
























