বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একটা সময় এমন এসেছিল, যখন তিনি একাকীত্বে ভুগছিলেন, সেই সময় সঙ্গী ছিলেন স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। অথচ বিগবির হাতে এত কাজ ছিল যে, পরিবারের জন্য সামান্য সময়ও ছিল না। সেই কঠিন সময়েই অমিতাভ বচ্চনের সঙ্গে পরিবারের যোগাযোগ রক্ষা করতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন জয়া বচ্চন।
প্রতিদিন তিনি খাবারের সঙ্গে ছোট ছোট চিঠি কিংবা নোট পাঠাতেন অমিতাভের টিফিন বক্সে। এই নোটগুলোতে কখনো লেখা থাকত স্বামীর প্রতি ভালোবাসা ও আবেগমাখা বার্তা ‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।’ আবার কখনো তাতে থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক খবর— ‘অভিষেকের শরীর ভালো না,’ অথবা ‘অমিতাভ ও জয়াকে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে।’ এই ছোট ছোট চিঠিই সেই সময় অমিতাভ বচ্চনের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার এক বিশেষ মাধ্যম হয়ে উঠেছিল। কাজের ব্যস্ততার মধ্যেও এই নোটগুলো তাকে জয়া বচ্চন এবং তার পরিবারের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ থাকতে সাহায্য করেছিল।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২