বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের হারে ব্যাটারদের সমালোচনা করে যা বললেন রুবেল উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’ চালু দৌলতপুরে পদ্মার চরে তিনজনকে হত্যার ঘটনায় বাহিনী প্রধান কাকন কে প্রধান আসামি করে হত্য মামলা সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে হাতিয়ে নিলো গ্রাহকের ২৫ লাখ টাকা বিজয়ের সঙ্গে বাগদানের পরেই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা নতুন বছরের প্রথম মাসেই নির্বাচন হওয়া উচিত : নুর দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর ভারতীয় মিডিয়ার উস্কানিতেই সালমান খানকে নিয়ে বিতর্ক বেড়েছে বাজারে এখন খাবার আছে, কেনার সামর্থ্য নেই টেকসই গণতন্ত্র-জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী

রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনে রাজশাহী সিটি করপোরেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সিটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন বিক্ষোভকারীরা। এর ফলে প্রত্যেকটি বিভাগে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরাও সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহী ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতায় সমস্যা দেখা দিয়েছে।

দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের সূত্রে জানা গেছে, রাসিকের বিভিন্ন বিভাগে অস্থায়ী ভিত্তিতে প্রায় আড়াই হাজার দৈনিক শ্রমিক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে পরিচ্ছন্নতা বিভাগে সবচেয়ে বেশি শ্রমিক-কর্মচারী রয়েছেন। বর্তমানে এ শ্রমিক-কর্মচারীরা প্রতিদিনের নির্ধারিত মজুরি ৬০০ টাকা। তবে তাদের  ৪৮৪ টাকা করে প্রদান করা হয়। কাজে অনুপস্থিত থাকলে তারা বেতনভাতা থেকে বঞ্চিত হন।

এদিকে বুধবার রাসিকের প্রধান ফটকের সামনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে গত জানুয়ারিতে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক-কর্মচারীদের দৈনিক ৭৫০ টাকা এবং অদক্ষদের ৭০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু রাসিক এটি বাস্তবায়ন করছে না।

বক্তারা কয়েকটি দাবি উল্লেখ করে বলেন, সব শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন অন্তত ২২ হাজার ৫০০ টাকা করতে হবে। বেতন মাসের তিন তারিখের মধ্যে প্রদান করতে হবে। শ্রমিকদের উৎসবভাতা দেওয়ার কথা থাকলেও সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটি চালু করতে হবে। শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া যাবে না। যদি কেউ কোনো ত্রুটি বা অনিয়ম করেন, তাহলে তার ব্যাপারে নিরপেক্ষ তদন্তের পর ব্যবস্থা নেওয়া যেতে পারে। চাকরি স্থায়ীকরণ করতে হবে। চাকরি শেষ হবার পর পাঁচ লাখ টাকা দিতে হবে।

আন্দোলনকারীদের একজন পরিবহণ শাখার গাড়িচালক ইসমাইল হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন জারির পরই রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ বিষয়ে একটি কমিটি করে দিয়েছেন। রাসিকের সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটি শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করে একটি প্রতিবেদন দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়ানোর কথা। কিন্তু গত তিন মাসেও কমিটি কোনো বৈঠক করেনি। বেতনও বাড়েনি।

পরিচ্ছন্নতা বিভাগের ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, চার মাস আগে ভ্যানে আবর্জনা উঠানোর সময় আমার পায়ে ইনজেকশনের সিরিঞ্জ ঢুকে যায়। এরপর আমাকে তিন মাস চিকিৎসা নিতে হয়েছে। কিন্তু সিটি করপোরেশন আমাকে চিকিৎসা ব্যয় দেয়নি। পাশাপাশি কাজ করতে না পারার কারণে বেতন দেওয়া হয়নি। এখন আমি পরিবারের সদস্যদের নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে রয়েছি।

অপরদিকে করপোরেশনের প্রবেশদ্বারে শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করার কারণে বুধবার সিটি ভবনে প্রবেশ করতে পারেননি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর ঈ সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ কয়েকটি বিভাগের শীর্ষ কর্মকর্তারা। ফলে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের দাবি নিয়ে আমরা পর্যালোচনা করছি। তবে তারা বেশকিছু ইললিগ্যাল দাবি করছেন। সবকিছু আইনের মধ্যেই করা হবে। তাদের আন্দোলনে কারা নেতৃত্ব দিচ্ছেন, সেটি বুঝতে পারছি না। তাদের নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা- সেটিও দেখা প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit