এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া সড়কটি এখন যেন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিনত হয়েছে। টেঙ্গরপুর মোড় থেকে খড়িঞ্চা বাজার এবং তেল পা¤প থেকে পুড়াপাড়া ক্লিনিক মোড় পর্যন্ত সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশে বর্ষা মৌসুমে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সেটি এখন একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসা গামী কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং বৃদ্ধদের চলাফেরা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থার পরেও কর্তৃপক্ষ নির্বিকার, ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।
আন্দারকোটা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক তমিজ উদ্দীন বলেন, এই সড়কটি দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া এখন দুঃস্বপ্নের মতো। বাচ্চারা প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। চলতি বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি আরও বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এলাকাবাসী অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরুর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/রাত ৮:০৮