এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে মাঠে আগাম শীতকালীন সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পিঁয়াজ, মসুর ও অড়হড় আবাদে উৎসাহ দিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) তাসমিন জাহান। নির্বাহী অফিসার (ভারঃ) তাসমিন জাহান কৃষকদের মাঝে বীজ হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর উবাইদুল্লাহ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও কৃষকগণ।
উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এস এ এও) ফয়সাল খান বলেন, উপজেলার এগারো ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মোট তিন হাজার জন ৩০০০/= জন কৃষক এই প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন। এর মধ্যে উপজেলার কৃষকদের মাঝে গম-২৫০ কেজি, সরিষা-৩০০০ কেজি, চিনা বাদাম-৮০ কেজি, পিয়াজ-৩০ কেজি, সূর্যমুখী-৩০ কেজি, মসুর-১৬০ কেজি, অড়হড়-২০ কেজি, সর্বমোট ৩৫৭০ জন এই সুবিধা পাচ্ছেন। ফুলসারা ইউনিয়ন, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানী, চৌগাছা সদর, জগদীশপুর, চৌগাছা পৌরসভা, পাতিবিলা ইউনিয়ন, হাকিমপুর ইউনিয়ন, স্বরুপদাহ, নারায়ণপুর ও সুখপুকুরিয়া ইউনিয়নের কৃষককে এই প্রণোদনা দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে রবি মৌসুমির আবাদে একধাপ এগিয়ে গেলো। সরিষার তৈল আমাদের সংসার জীবনে অনেক প্রয়োজন। এতে চাষিদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা রবি মৌসুমের আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২