তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ-“সততা স্টোর”। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। সোমবার (৩০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে এই দোকানটির আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে পরবর্তি জীবনে তারা আত্মনির্ভরশীল ও সৎ হবে। দুদকের এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।
এসময়, দুর্নীতি দুমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মোঃ শরাফত খান সহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমন একটি ব্যতিক্রমী দোকান পেয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের সততা প্রকাশের একটা সুযোগ পেয়েছি আমরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। এই দোকান শুধু জিনিসপত্র কেনার জায়গা নয়, এটা সৎ থাকার পরীক্ষা। আমরা অন্যায় করবো না-অন্যায়কে পশ্রয় দিবো না।
দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য এক ধরনের নৈতিক পাঠশালা যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। উপজেলা প্রশাসন এমন উদ্যোগ আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:২২