লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ইনচার্জ ওসি মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে অফিসার ও সঙ্গীও ফোর্স সহ ফুলবাড়িয়া উপজেলা সদরের লাহিড়ী পাড়া মিলিনিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন থেকে গত শনিবার ২১ জুন আলম এশিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানীর একটি বাসগাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে গ্রেফতার করে ফুলবাড়িয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদত হোসেন (২২) ও আরিফ ইসলাম নিলয় (২০) কে ময়মনসিংহ আদালতে প্রেরণ করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। ফুলবাড়িয়া থানার ইনচার্জ ওসি মোহা. রোকনুজ্জামান জানিয়েছেন,আলম এশিয়া বাসগাড়ি চুরির বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে চোর নিলয়। তাদের উদ্দেশ্য ছিল ময়মনসিংহ থেকে দশটি বাসগাড়ি চুরি করার জোগ সাজেস। অতঃপর চোর শাহাদত হোসেনকে ৫ দিনের রিমান্ড চেয়েছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /দুপুর ১২:০৪