স্পোর্টস ডেস্ক : গতকাল (মঙ্গলবার) রাতে লিগ পর্বের সবশেষ ম্যাচে লখনৌয়ের দেয়া ২২৮ রানের লক্ষ্য ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে বেঙ্গালুরু। আগে ব্যাট করা লখনৌ রিশভ পন্তের ৬১ বলে ১১৮ ও মিচেল মার্শের ৩৭ বলে ৬৭ রানে ভর করে ৩ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে বেঙ্গালুরুর হয়ে অর্ধশতক হাঁকান বিরাট কোহলি। এরপর অধিনায়ক জিতেশ শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল মিলে বাকি কাজটুকু সারেন। জিতেশ মাত্র ৩৩ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন। সঙ্গী মায়াঙ্ক ২৩ বলে ৫ চারে করেন ৪১ রান।
ম্যাচ জিতে বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। ফলে প্রথম কোয়ালিফায়ারে তারা পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়বে। অন্যদিকে লখনৌ ১৪ ম্যাচের ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। লখনৌয়ের অধিনায়ক ও আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় রিশভ পন্ত বাজে মৌসুমের শেষে এসে জ্বলে উঠলেও তা কাজে লাগেনি। গতকাল তার ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় খেলা ১১৮ রানের ইনিংস বৃথা যাওয়ার পর স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখেও পড়েছেন তিনি। স্লো ওভার রেটের কারণে পন্তকে এদিন ৩০ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
চলতি আসরে এই নিয়ে তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখোমুখি লখনৌ। আগের ঘটনা দুটি ঘটেছিল গত ৫ ও ২৬ এপ্রিল। একই মৌসুমে তৃতীয়বারের মতো এই আইনভঙ্গের জন্য অধিনায়ক পন্তকে সর্বোচ্চ ৩০ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে। পাশাপাশি একাদশে থাকা বাকি খেলোয়াড়দের প্রত্যেককে ১২ লাখ রুপি বা ম্যাচ ফি’র ৫০ শতাংশের মধ্যে যেটি কম হয় তত টাকা জরিমানা করা হয়েছে।
 
 
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৮