স্পোর্টস ডেস্ক : ডোপিং নিষেধাজ্ঞায় তিন মাস কোর্টের বাইরে ছিলেন সিনার। এই ম্যাচ দিয়ে কোর্টে ফেরেন তিনি। তবে প্রথম সেটে দুবার সেট পয়েন্টের দুয়ারে থেকেও দিক হারিয়ে ফেলেন তিনি। এরপর টাইব্রেকে ওই সেট হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেননি সিনার।  
শেষ পর্যন্ত সিনারের বিপক্ষে দাপুটে জয় পায় আলকারাজ। ম্যাচ শেষে ৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজের কণ্ঠে ছিলো উচ্ছ্বাস। ‘প্রথম রোম শিরোপা জিততে পেরে আমি সত্যিই খুব খুশি। আশা করি, এটা শেষ হবে না।’ 
  
কঠিন সময়কে পেছনে ফেলে সিনারের ফিরে আসাকেও বিশেষ করে তুলে ধরেছেন আলকারাজ। ‘ইয়ানিককে তার সেরা অবস্থায় ফিরতে দেখে আমি অনেক খুশি। আমি নিশ্চিত, তিন মাস পর কোর্টে ফেরাটা তার জন্য সহজ ছিলো না। এরপরও ফাইনালে ওঠা দুর্দান্ত কিছু। তাই তাকে আমার শুভেচ্ছা জানাতে হবে।’ 
 
এর আগে গত অক্টোবরে চায়না ওপেনের ফাইনালে সিনার সবশেষ হেরেছিলেন আলকারাজের বিপক্ষেই। এবার আরেক ফাইনালে তার বিপক্ষেই হেরে গেলেন সিনার।
 
 
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫০