এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু¯পষ্ট অভিযোগের ভিত্তিতে চৌগাছা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একইসাথে আব্দুর রহিমের সাথে দলীয় নেতাকর্মীদেরকে সাংগঠনিক স¤পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহিম বলেন, দলীয় সিন্ধান্তের বাইরে কোনোদিন কোনো কাজ করেনি। এখনো করবোনা।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩