এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এ খেলায় উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল অংশ গ্রহণ করেন।
এ ক্রিকেট খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়াম্যান মাছুদুল হাসান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আব্দুল অহেদ,উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা ছাত্রদল আহবায়ক জসিম উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর, বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, যশোর জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান প্রমুখ।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতুর পরিচালনায় বক্তৃতা করেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা ( ভারঃ), চৌগাছা সরকারি কলেজ শাখার আহবায়ক মোবারকইসলাম রবিন, সদস্য সচিব রাকিব হাসান, উপজেলা ছাত্রদল নেত্রী ফারিহা সুলতানা, পৌর ছাত্রদল নেত্রী ফারহানা আফরিন তমাএ সময় উপস্থিত ছিলেন চৌগাছা দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
এ খেলায় পৌর ও কলেজ শাখা ছাত্রদলকে ৭ ইউকেটে হারিয়ে উপজেলা ছাত্রদল বিজয় লাভ করেন।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮