দেনমোহরের মূল উদ্দেশ্য– নারীকে সম্মান ও মর্যাদা দেয়া। যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে আনবে। এমন কিছু উপহার দেবে, যা তার মর্যাদা বাড়ায়। দেনমোহর এতো কম নির্ধারণ না করা যাতে নারীর অসম্মান হয়।
আবার এতো বেশিও নির্ধারণ না করা, যা আদায় করা স্বামীর পক্ষে কঠিন হয়ে পড়ে। মূলত দেনমোহরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। যদিও বর্তমান সময়ে অনেক কনে পক্ষ ধারণা করেন, অনেক বেশি দেনমোহর নির্ধারণ করলে মেয়ে সুখে থাকবে। কখনো বিয়েও বিচ্ছেদ হবে না। এটি আমাদের অমূলক ধারণা মাত্র।