বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ মঙ্গলবার ভোরে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মড়গে লাশ পাওয়া যাওয়া নাইমা আত্তার (১৩) সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও মাইমুনা আক্তার (১৫) সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে।
তারা দু’জন স্হানীয় আবুল খায়ের মিয়া মহিলা মাদরাসার মাদরাসার শিক্ষার্থী ছিলেন ও মাদরাসাই থাকতেন। স্থানীয় হুজুরদের বরাত দিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, তারা ধারণা করছেন এটা জিন ভুতের কান্ড। মামলা করবেন কিনা তারা সিদ্ধান্ত নেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই মাদরাসা শিক্ষার্থী ২৪ আগষ্ট (শনিবার) রাত থেকে নিখোঁজ হয়।
পরে মাদরাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজিও করেন। ভোরে সাদেকপুর রাস্তার পাশে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩০