বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে তাদের জন্য খাবার ও ত্রান বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মোঃ ফয়েজ চৌধুরী। তিনি ২নং ধরখার ইউনিয়নের ঘোলখার চৌধুরী বাড়ীর কৃতি সন্তান ও এটলাস শিপিং কোম্পানির পরিচালক।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া উপজেলার বন্যায় আক্রান্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি এ খাবার বিতরণ করেন। জানা গেছে আখাউড়া উপজেলায় বিভিন্ন গ্রামে প্রায় ৮০০ প্যাকেট গরুর মাংসদিয়ে রান্না করা বিরিয়ানি ও খাবার পানি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার হিসেবে বিতরণ করতে দেখা গেছে।
ফয়েজ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া প্রত্যাবর্তন জেলা কমিটির সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা শুনে তার পক্ষ থেকে বন্যায় আক্রান্ত পরিবার গুলোর জন্য প্রাথমিকভাবে এই খাবার বিতরন করেছেন, পরবর্তীতেও বন্যায় আক্রান্ত পরিবার গুলোর পুনর্বাসনের জন্য সহযোগিতা মূলক কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। এ সময় তার সঙ্গে পরিবারের লোকজন ও শুভানুকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে, গত মঙ্গলবার থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে আখাউড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। উপজেলার আখাউড়া দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ৪৬টি গ্রামের ১৬৯৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:২০