ডেস্ক নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন।
‘প্রবাসী কর্মীর উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন। তিনি বলেন, বৈধভাবে বিদেশ গেলে আমাদের দূতাবাসগুলো সহজেই প্রবাসীদেরকে যেকোনো সহযোগিতা করতে পারেন।সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মুখলিছুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মো. নাহিদ নিয়াজ, জেলা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৪৫