শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাপের কামড়ে রোগীদের এক জরুরী বার্তা দিয়েছেন। সোমবার (৩০জুন) জরুরী বার্তাটি ইউএনও বারহাট্টা নেত্রকোণা ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।
এনিয়ে বেশ কয়েকজন বলেন, সরকারি হাসপাতালে অন্যান্য ঔষধের পাশাপাশি সারাবছরই পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম ইনজেকশন রাখলে ভালো হয়। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান জানান, বর্ষাকালে বিভিন্ন প্রজাতির সাপের বিচরণ বেড়ে যায়।
তাই সাপের কামড়ে কেউ আহত হলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিন। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ইনজেকশন রয়েছে। শান্তা ইসলাম
কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ১২:০৪