স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে মাওলানা রশিদ বিন ওয়াক্কাসকে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম এ প্রার্থীর ঘোষনা দেন।
মনিরামপুর পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস। মুফতি কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ, মুফতি রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান , সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, যুব নেতা মাওলানা হাসান আল মামুন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারন সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ। কর্মী সম্মেলন শেষে পৌরশহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/রাত ৯:৩৩