স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার গভীররাতে পৌরশহরের বাসভবনে তার প্রচন্ড জ¦র ও শ^াসকষ্ট দেখা দিলে ওই রাতেই তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল কয়েকদিন যাবত প্রচন্ড জ্বরে ভূগছিলেন। ফলে পৌরশহরের বাসভবনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শহীদ ইকবালের স্ত্রী মহিলা দল নেত্রী মেরী ইকবাল জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। ফলে মুহুর্তে তার অবস্থার প্রচন্ড অবনতি দেখা দিলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরের নোভা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
শহীদ ইকবালের ব্যক্তিগত সহকারি হারুন অর রশিদ জানান, সেখান খেকে শনিবার দুপুর দুইটার দিকে তাকে ইবনে সীনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তাকে নয় তলার ৯০৩ নং কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডা. গালিব জানান, বর্তমান তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এ দিকে প্রিয় নেতা শহীদ ইকবালের অসুস্থতার খবর প্রচার হলে এলাকার বিএনপির শত শত নেতাকর্মী ও স্বজনরা তাকে দেখার জন্য ভীড় করছেন।
ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে। শহীদ ইকবাল হোসেনের পরিবারের পক্ষ থেকে তার বড় জামাই ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ডা. গালিব সকলের প্রতি অনুরোধ করেছেন অহেতুক ভীড় না করার জন্য। বরং তার সুস্থতা কামনায় সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।উল্লেখ্য অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হন। ভারতের মুম্বাই শহরের টাটা ক্যান্সার মেমোরিয়াল হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বেশ সুস্থ হন।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:৩৮