খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ৩১ আগস্ট রবিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রী যুগ্ম আহবায়ক অনিক রায়, যুগ্ম মুখ্য সমন্বয়কারী নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক রাকিব হাসান, সাংগঠনিক যুবশক্তির আকরাম হোসেন, শরীয়তপুর জেলা সমন্বয়কারী এ্যাডভোকেট রুহুল আমিন ও যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার। বৈঠকে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈটক শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন কথা বলতে রাজী হয়নি।
বৈঠক শেষে শরীয়তপুরের যুগ্ম আহবায়ক সবুজ তালুকদার বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল শরীয়তপুরে আমাদের দল কিভাবে শক্তিশালী হতে পারে সেই উদ্দেশ্যে আলোচনা। আমাদের দল ও দলের কার্যক্রম সকলের মাঝে পরিচিতি লাভের কৌশল বৃদ্ধি করা। এই আলোচনা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা কমিটির মধ্যে সীমাদ্ধ ছিল।শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট রুহুল আমিন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা ছিল। আমাদের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিল। আমাদের নিজেদের মধ্যে ঘরোয়া পরিবেশে আলোচনা হয়। একান্ত ভাবেই সাংগঠনিক আলোচনা হয়েছে।
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৪