মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে লটারি অনুষ্টিত। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফা খাইরুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আক্তার। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে সর্বমোট ৪৮টি আবেদন পড়ে।
এর মধ্যে ১৪ জন ডিলার নিয়োগ করা হবে। সেই কারণে গতকাল রবিবার ওপেন লাটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সমঝোতা হয় রাঙ্গামাটি বাজার পয়েন্ট, আমডুঙ্গীহাট বাজার পয়েন্ট ও দৌলতপুর ইউপির পলিপাড়া পয়েন্ট। অপর দিকে বেতদিঘী ইউপির আটপুকুর হাট পয়েন্ট স্থগিত রাখা হয়। খয়েরবাড়ী ইউপির লক্ষীপুর বাজার সমঝোতা হয়।
এ নিয়ে মোট ৭টি ইউনিয়নে ১৪ জন ডিলার নিয়োগ করা হয়। এ সময় ৭টি ইউনিয়নের আবেদনকারীগণ ওপেন লটারীর সময় উপস্থিত। শৃঙ্খলাভাবে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৩