এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উচ্চ শব্দে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুইটি বাস ও দুইটি ট্রাকচাল মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চৌগাছা শহরের প্রেসক্লাব মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান। আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক জিহাদ হোসেন।
অভিযানে থামানো হয় দুটি বাস ও দুটি ট্রাক। পরীক্ষা করে এসব গাড়িতে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ১৫(২) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ১৮ ধারার আওতায় জরিমানা করা হয়।
অভিযানে খুলনা মেট্রো-জি ১১-০১৮৫ নম্বর বাসের চালক জিয়াউর রহমানকে (৪০) ১ হাজার ৫০০ টাকা, খুলনা মেট্রো-জি ১৪-০০১৭ নম্বর বাসের চালক গহর আলী (৪০), ঢাকা মেট্রো-ট ২০-০৬০২ নম্বর ট্রাকের চালক রাশেদ হোসেন (৩৭) ও ঢাকা মেট্রো-ট ১৪-৭০৫৮ নম্বর ট্রাকের চালক শান্তি হোসেন (৪৭) এ তিনজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান বলেন, এ অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫