আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার এক নতুন সিদ্ধান্তে ১৫ দিনের জন্য দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ইতোমধ্যে মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত দেশটির বাজারে কার্যকর হয়েছে। দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ দশমিক ৩৬ পাকিস্তানি রূপি বাড়ানো হয়েছে। এর ফলে দেশটিতে এখন এক লিটার পেট্রোলের দাম ২৬৬ দশমিক ৭৯ রূপি।
অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ১০ দশমিক ৩৯ রূপি বাড়ানো হয়েছে, যার ফলে এখন প্রতি লিটার ডিজেলের দাম ২৭২ দশমিক ৯৮ রূপি। সম্প্রতি ইরান ও ইসরাইল সংঘাতের জের ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় তেলের দাম বেড়েছে।
কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫০