স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে ২০২৫-২৬ অর্থ বছরের নবম ও দশম ব্যাচে ১৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকাল ১১টায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানের অয়োজন করা হয়।অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস)এর সহকারি পরিচালক শাহরিয়ার হোসেন। সহকারি প্রোগ্রামার জিএম ইসরাফিল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক এস এম মজনুর রহমান, সুজিত বিশ^াস, সন্তোষ রায়, বিবেকান্দ বিশ^াস, উৎপল বিশ^াষ, প্রক্ষিনার্থী প্রভাষক কামরুজ্জামান, আনজুমান আরা, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারি শুকান্ত মন্ডল প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৫,/রাত ৮:৪৮