জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি বুধবার শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থমেলায় দর্শক, লেখক এবং পাঠকদের সমাগম ছিল সবচেয়ে বেশি।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মেলা শুরু হয় সকাল ৮:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ২৩৪টি।সকালে দর্শকদের সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক, লেখক এবং পাঠকদের সমাগম বাড়তে থাকে।ছুটির দিন হওয়ায় সকল শ্রেণীর লোকজন মেলায় দেখা গেছে।
সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যা প্রকাশনীর স্টলে দেখা যায়,পিজি হাসপাতালের চিকিৎসক এবং টকশোর আলোচিত ‘তারকা’ ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্থ পাঠকদের কে অটোগ্রাফ দিচ্ছেন।সময় প্রকাশনার সামনে দর্শকদের উপচেপড়া ভিড়। কারণ স্টলের ভেতরে বসে আছেন ‘কথার জাদুকর’ হুমায়ূন আহমেদ এর সাবেক স্ত্রী গুলতেকিন খাঁন। এখানে বসে আড্ডা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা এবং শিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খাঁন,খবরের কাগজ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।

ছুটির দিনে বইমেলায় ছুটে এসেছিলেন পাঠক নন্দিত লেখক ,সাবেক নির্বাচন কমিশনার, টকশোর আলোচিত ‘তারকা’ বিগ্রেডিয়ার (অব:) সাখাওয়াত হোসেন, অভিনেত্রী এবং মডেল ফারজানা ছবি সহ অনেকেই।ঝিনুক প্রকাশনীর বিক্রয় কর্মী নাদিম খাঁন নিলয় জানান, “অমর একুশে বইমেলার এইদিনে লেখক,পাঠক এবং দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। ভালো বিক্রি হয়েছে। আমরা খুবই খুশি”।বইমেলায় মোশতাক-তিশার স্টলে অভিনেত্রী ভাবনা’র আগমনে তরুণ দর্শকদের উন্মাদনা:অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্স থেকে ‘বিতাড়িত’ খন্দকার মোশতাক এবং তিশার বইয়ের স্টলে আজকে সন্ধ্যায় আলোচিত তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা’র আগমন কে কেন্দ্র করে তরুণ দর্শকরা উন্মাদনায় মেতে ওঠে! পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়,মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আলোচিত অসম প্রেমে বিবাহিত যুগল খন্দকার মোশতাক আহমদ এবং তিশার প্রেম এবং বিয়ে বিষয়ে দুইটা বই ।৭ ফেব্রুয়ারি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দর্শকদের হাতে লাঞ্ছিত হন মোশতাক এবং তিশা দম্পতি। কয়েক দিন পর তাদের কে বইমেলা থেকে বিতাড়িত করা হয় । ২১ ফেব্রুয়ারি সেই মিজান পাবলিশার্স এর রাত আটটা বিশ মিনিটের দিকে খন্দকার মোশতাক আহমেদ এর বইয়ের স্টল মিজান পাবলিশার্সে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আসার পর তরুণদের ভিড় লক্ষ্য করা যায়।এ সময় খন্দকার মোশতাক এবং তিশা বইমেলায় এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মিজান পাবলিশার্স এর সামনে দেখা যায় কয়েকশো তরুণদের ভিড় জমায়। এ সময় কিছুটা
উত্তেজনা সৃষ্টি হয়। ভাবনা কে ঘিরে বইমেলায় দর্শকরা উন্মাদনায় মেতে ওঠে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ চলে যাওয়ার পর আবার তরুণদের ভিড় দেখা যায়। ওই স্টলের বিক্রয়কর্মীরা জানান,”খন্দকার মোশতাক এবং তিশা নয়, অভিনেত্রী ভাবনা এসেছে আমাদের স্টলে । তাই কিছুটা উত্তেজনা বিরাজ করছে”।রাত ৮ টা ৫৭ মিনিটে অভিনেত্রী ভাবনা তার সহযোগীদের হাত ধরে বেরিয়ে যায়। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নি। সময় কিছু তরুণ তার পিছু নেয়।স্টল আউট মোশতাক এবং তিশার বই: এবারের বইমেলায় মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত খন্দকার মোশতাক আহমেদ এবং তার অসম বয়সী বিবাহিত স্ত্রী তিশা কে নিয়ে লেখা দুইটা বই স্টল আউট করা হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।
কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:২৬