বিনোদন ডেস্ক : চলতি মাসেই ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। কলকাতা, মুম্বাই ও বাংলাদেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। ইতোমধ্যে ছবিটিতে নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান, সেখবরও প্রকাশ্যে এসেছে। এসেছে ছবির অন্যান্য অভিনয়শিল্পীর নামও।
পরিচালক জানিয়েছেন, ছবিটিতে মডেল চরিত্রে অভিনয় করবেন কলকাতার দেবচন্দ্রিমা সিং রায়৷ এরমধ্যে খবর, গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী! সোশ্যালে ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল বেনারসি শাড়ি, গায়ে সোনার গহনা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় মুকুট এবং গলায় ফুলের মালা পরে নববধূর লুকে ধরা দিয়েছেন নায়িকা৷ একদিকে বাজছে বিয়ের মন্ত্র, সিঁথিতে সিঁদুর পরাতেই লাজুক মুখে পোজ দিয়েছেন দেবচন্দ্রিমা৷ সিঁদুরদানের ভিডিও দেখেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
তবে জানা গেল, বিয়ে নয়। বিজ্ঞাপনের শুটিং করছিলেন অভিনেত্রী৷ গহনার বিজ্ঞাপনের শুটের জন্যই নববধূর লুকে সেজেছেন দেবচন্দ্রিমা৷ এক ঝলকে নায়িকাকে দেখে চমকে গেছেন ভক্তরা৷
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০