বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেছেন, নব্বই দশকে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে স্বামী অনিল থাদানির সঙ্গে কখনও আলোচনা করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অক্ষয়ের সঙ্গে ওয়েলকাম সিরিজের নতুন সিনেমায় অভিনয় করছেন রাভিনা। নব্বইয়ের দশকে এই জুটির বাগদান হয়েছিল, তবে তা দ্রুতই ভেঙে যায়। সে সময় তাদের প্রেম ট্যাবলয়েড-ম্যাগাজিনের আলোচনার বিষয় ছিল। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার পর অক্ষয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী।
ওয়েলকাম সিরিজের নতুন সিনেমা নিয়ে একটি ইভেন্টে হাজির হয়েছিলেন অক্ষয়-রাভিনা। এর মাধ্যমে বহুদিন পর তাদের একসঙ্গে দেখা যায়। সে সময় রাভিনাকে জিজ্ঞেস করা হয়, তিনি অতীতের সম্পর্ক নিয়ে কখনও স্বামীর সঙ্গে আলোচনা করেছেন কিনা।
অভিনেত্রী বলেন, অনিল এমন কিছু নিয়ে আলোচনা করতে অনিচ্ছুক যা তার জন্য খুব ব্যক্তিগত। আমিও এসব বিষয় নিয়ে আলোচনা করতে অপছন্দ করি। রাভিনার সঙ্গে দেখা হওয়ার আগে অনিলের সংসার ভেঙে যায়। যদিও এর কিছুদিন পর রাভিনার সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তারা ডেট করতে শুরু করেন এবং ২০০৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন।
কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ২:৩৭