বিনোদন ডেস্ক : শোনা গিয়েছিল শাকিব-রাফির সম্পর্কে ভাটা চলছিল তবে এখন তা উন্নতির পথে। তবে নতুন খবর আসছে সামনে। সূত্রের খবরে জানা গেছে, ‘সুড়ঙ্গ’ পরিচালক শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিং সেরেছেন। সেই আলোচনায় শাকিব- রাফির সঙ্গে আরও উপস্থিত ছিলেন চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিল।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮