মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, যে কোনো পণ্যের ঘাটতি দেখা দিলে বা দ্রুত বৃদ্ধির প্রবণতা দেখা দিলে সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে বাজার মনিটরিং বাড়ানো দরকার। বাজার পরিস্থিতি সবসময় যেনো স্থিতিশীল থাকে এব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পণ্য বিপণন মনিটরিং কমিটির সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় মতবিনিম সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।
এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩