শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা কামরুল আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ মালয়েশিয়ায় ‘জঙ্গি’ সন্দেহে আটক ৩ জন দেশে, জিজ্ঞাসাবাদ চলছে: আসিফ নজরুল প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে ডোমারে অসহায় এক কৃষকের জমি দখলের চেষ্টা দৌলতপুরে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার সন্দেহে লাশ দাফনে পুলিশের বাধা বেনাপোল সার্বিয়া দেশের ভিসা লাগানো ২০ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় ড্রাইভার আটক ফুলবাড়ী দৌলতপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট  চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই মালামাল উদ্ধার আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াতের আমীর

২ বছর পর টুইটারে ট্রাম্প, মাস্ক বললেন ‘নেক্সট লেভেল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের মামলায় আত্মসমর্পণ করেন ট্রাম্প।  পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।

কারাগারে আত্মসমর্পণের সময় ট্রাম্পের মগশট বা মুখমণ্ডলের ছবি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। গত পাঁচ মাসে এই নিয়ে চারবার গ্রেফতার হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাসে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মগশট প্রকাশিত হলো।
 
মগশটটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করেন ট্রাম্প। এর সঙ্গে তিনি তার ওয়েবসাইটেরও ঠিকানা দিয়েছেন। আর ক্যাপশনে ‍লিখেছেন: ‘ নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ করবেন না।’
 
২০২১ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম টুইটারে কোনো পোস্ট করলেন ট্রাম্প। এদিকে তার টুইটার পোস্টটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন: ‘ইটস নেক্সট লেভেল বা এটা অন্য লেভেল’।
 
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পকে তৎকালীন টুইটার থেকে ব্যান করেন টুইটারের তৎকালীন মালিক। পরে ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণের পর গত বছরের ১৯ নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেন। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও সে সময় টু্ইটারে ফেরেননি ট্রাম্প। তার মগশট প্রকাশের পর তিনি টুইটারে ফিরে এলেন।
 
সাধারণত মগশট বা অপরাধীর মুখমণ্ডলের ছবি অসম্মানজনক হিসেবে দেখা হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টিকে অন্যভাবে দেখা যাচ্ছে। তিনি তার ছবিটিকে সাদরে গ্রহণ করেছেন এবং তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নিজস্ব ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit