আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটা অঙ্গরাজ্যের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছেন, ‘হিসাব ও প্রতিশোধের দিন’ আসছে। অঙ্গরাজ্যটির মিনিয়াপোলিসে সম্প্রতি অভিবাসনবিরোধী অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার পরই এ হুমকি দিলেন তিনি।
ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক সুবিধা লাভের জন্য অস্থিরতা সৃষ্টি করছে। ট্রাম্প লিখেছেন, ‘যেখানে ফেডারেল এজেন্ট পাঠানো হয়েছে, সেখানে অপরাধ কমেছে। ভয়ের কিছু নেই, মিনেসোটার মহান মানুষ, হিসাব ও প্রতিশোধের দিন আসছে!’ তবে তিনি পদক্ষেপ কি হতে পারে তা স্পষ্টভাবে বলেননি।
গত সোমবার মিনেসোটা অঙ্গরাজ্যের দুইটি বড় শহর মিনিয়াপলিস ও সেন্ট পল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি‑এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
তারা বলছেন, অভিবাসনবিরোধী এই অভিযানে কর্মকর্তাদের তৎপরতা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকির সৃষ্টি করেছে। রাজ্যের প্রতি একে ‘ফেডারেল আগ্রাসন’ উল্লেখ করে থামানোর আহ্বান জানানো হয়েছে।
মামলায় বলা হয়, মিনেসোটা দুই হাজারের বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে। যা অপ্রত্যাশিত ও সংবিধানের পরিপন্থী। এটি রাজ্যের নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করার ক্ষমতার ওপর ফেডারেল কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ।
আরও বলা হয়েছে, এই ফেডারেল অভিযান ও বিক্ষোভে রেনি নিকোল গুড (৩৭) নামের এক মার্কিন নারী নিহত হয়েছেন। তাকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট‑এর এজেন্ট গুলি করে হত্যা করেছে। এই অভিযান নাগরিক অধিকার লঙ্ঘন করছে এবং কমিউনিটিগুলোর মধ্যে ভয় সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসনের এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দশম সংশোধনীর লঙ্ঘন।
রেনি নিকোল গুড নিহতের বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘রেনি গুড সম্ভবত ভালো মানুষ ছিলেন। কিন্তু ঘটনাস্থলে তার আচরণ খুবই কঠিন ছিল।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৩৭