ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীরা।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে অফিসার্স সমিতি।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, কয়েকদিন আগে শহিদ হবিবুর হলে এক কর্মকর্তাকে হেনস্থা করা হয়। সেখানে মব সৃষ্টি করা হয়। অথচ হল প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রশাসনও নিরব। আমরা দাবি করি, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। অথচ এখানে বহিরাগতরা এসে আরেক সদস্যকে আক্রমণ করছে কিন্তু বিচার হচ্ছে না। তার নিরাপত্তা আজ কোথায়? নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন।
সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকেই প্রশাসন সমন্বয়হীন। ঐক্য নেই। একের পর এক কর্মকর্তা-কর্মচারী হেনস্তার শিকার হচ্ছে। মুষ্টিমেয় কিছুর দ্বারা এ মব চলছে। অবিলম্বে মব ঠেকাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিরাপদ কর্মস্থলের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে অফিসার্স সমিতি। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রশাসন ভবন-১ এ একই দাবিতে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪৮