বিনোদন ডেক্স : জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তারা একে গুজব বলে চালিয়ে আসছিলেন। তবে এই গুঞ্জনের পালে সবচেয়ে বেশি হাওয়া লাগে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর। সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশার সঙ্গে সংসার ভাঙার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন রাফসান। তখন থেকেই এই কণ্ঠশিল্পীর সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
যদিও দেশ–বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে তারা কখনোই মন্তব্য করতে চাননি। এ নিয়ে রাফসান মুখ না খুললেও জেফার অবশ্য মাঝেমধ্যে জবাব দিতেন। এর আগে একাধিকবার তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, পাবলিক কমেন্ট কিংবা সামাজিক মাধ্যমের মন্তব্যের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়। রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন, একসঙ্গে কাজ করেছেন, শো করেছেন, খেলেছেন। বাইরে বন্ধুদের আড্ডায় দেখা হওয়াটাই স্বাভাবিক।
সেটিকে প্রেম বলে ব্যাখ্যা করা হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন তিনি। রাফসানও এসব কথাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছিলেন। তবে এশার সঙ্গে সংসার ভাঙনের পর থেকে নেটিজেনরা জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ককেই দায় দিতে থাকেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেখানে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন জনপ্র্রিয় এই উপস্থাপক। পাশাপাশি বিচ্ছেদের সিদ্ধান্তটি দুই পরিবার এবং এশার সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই নিয়েছেন বলেও জানান।
তখন জেফারও রাফসানের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে জানান, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে যতই সময় যেতে লাগল, কাহিনি ঠিকই অন্যদিকে মোড় নিয়ে নিল। প্রথম স্ত্রী সানিয়া সুলতানা এশার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাফসান।
এই উপস্থাপকের ঘনিষ্ঠজনদের থেকে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকার অদূরে জেফার ও রাফসানের গায়েহলুদ অনুষ্ঠান ও সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতদিন কেবলই নিজেদের সম্পর্ককে ভাল ‘বন্ধুত্ব’ বলে আসা এই যুগল এবার সম্পর্কের নতুন নাম দিতে যাচ্ছেন। এতদিন ধরে বলে আসা গুঞ্জন বা গুজবকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন জেফার-রাফসান।
কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৫:২৯