ডেস্ক নিউজ : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ সংগঠনের তিন সদস্য নিহত হয়েছেন। এসময় অভিযানে ম্যাগজিন, হাত বোমাসহ কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দেশটির নিরাপত্তা বাহিনী কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানে সামরিক বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি)-কে বোঝায়।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের ওপর হামলার জেরে গোয়েন্দা তথ্যের ওর ভিত্তিতে ফিতনা-আল-খাওয়ারিজের বিরুদ্ধে অভিযান পরিচালা করা হয়। এসময় সংগঠনটির সদস্যরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে তিন সন্ত্রাসী নিহত হয়।
সিটিডির মতে, নিহত সন্ত্রাসীরা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি হামলায় জড়িত ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে তিনটি কালাশনিকভ, নয়টি ম্যাগজিন, দুটি হাতবোমা এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে অভিযান চালানো হচ্ছে।
এদিকে কেপির পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এবং অতিরিক্ত আইজি সিটিডি অভিযানের জন্য সিটিডির বিশেষ অস্ত্র ও কৌশল দলের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একইসাথে সস্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে টিটিপি সরকারের সঙ্গে বিদ্যমান অস্ত্রবিরতি ভেঙে দেওয়া পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে।ইসলামাবাদভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গত বছর পাকিস্তানে জঙ্গি সহিংসতা আগের চেয়ে বেড়েছে। যেখানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ এবং সন্ত্রাসবাদজনিত মৃত্যুর ঘটনা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ডন।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৩৫