স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির শেষ ১৬’ প্রতিপক্ষ একই রাজ্যের অরলান্ডো সিটি। বুধবার নিজেদেরই মাঠে ম্যাচটি খেলবে মেসিরা। সেই ম্যাচে সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবাকে খেলতে দেখা যেতে পারে মেসি-বুসকেটসদের সংগে।
শনিবার অরলান্ডো সিটি ৯২ মিনিটের গোলে নাটকীয় জয় পায় মেক্সিকোর ক্লাব সান্তোস লাগুনার বিপক্ষে। ১-০ গোলে পিছিয়ে পড়া অরলান্ডো একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। ৫৮ মিনিটে সমতা ফেরায় সান্তোস। খেলা যখন টাইব্রেকারে যাচ্ছিল তখনই গোলটি করেন উইল্ডার কার্তাগেনা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় অরলান্ডো। মায়ামি মেসির ক্যারিশমায় দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েছে।
মায়ামি-অরলান্ডো এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। মার্চে সর্বশেষ ম্যাচসহ ৫ বার জিতেছে অরলান্ডো। মায়ামি জিতেছে ৩ বার। বাকি ৩ ম্যাচ ড্র হয়েছে।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪১