স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ আগে থেকেই ধুঁকছিল। ৪৬ রানেই ৪ উইকেট চলে গিয়েছিল তাদের। তবে সে ধাক্কাটা সামলে উঠছিল ধীরে ধীরে। ঠিক সেই সময় রিশাদ হোসেন আঘাত হানলেন প্রথম বারের মতো। আর তাতেই অর্ধেক ইনিংস শেষ হয়ে গেল সফরকারীদের।
সে ভরসার প্রতিদানটা তিনি দিলেন এবার। অফ স্টাম্পের চ্যানেলে ফুলার লেন্থের ডেলিভারি করেছিলেন। এরপর শর্ট মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন শেরফান রাদারফোর্ড। পারলেন না, ক্যাচ দিলেন মেহেদী হাসান মিরাজের হাতে।
দুই বল পর আবারও আঘাত হানেন রিশাদ। এবার তিনি ফেরান রস্টন চেসকে। লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ক্যাচ দেন মিড অনে থাকা নাসুম আহমেদের হাতে। ৬৩ রানেই ৬ উইকেট খুইয়ে হারের খুব কাছে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০০