মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়ার অপসারণের এক দফা দাবিতে বিক্ষোভ চলছে । জানা যায়, গত ১৫ই জুলাই সন্ধ্যায় রামেশ্বপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই স্কুলের আয়া রীতা রানীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে এলাকার যুবক চয়নসহ সঙ্গীয় লোকজনেরা । ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১৬ জুলাই গোটা এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ১৮ই জুলাই রামেশ্বপুর গ্রামের সকল অভিভাবক ও ছাত্রছাত্রীসহ ফুলবাড়ী উপজেলা চত্তরে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।
এই অবস্থায় আজ ২৩ জুলাই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলকাবাসী রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রানীর বহিস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং তা চলমান রয়েছে।রামেশ্বরপুর বিদ্যালয়ের অভিভাবক মোঃ নুর ইসলাম জানান, আমার ২ ছেলে এখানে লেখাপড়া করে। উদ্ভুত এই পরিস্থিতিতে আমার সন্তানেরা স্কুলে আসতেছে না। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে বিদ্যালয় চালুর জন্য অনুরোধ করেছেন।এ বিষয়ে, প্রধান শিক্ষক চন্দন কুমার রায়ের সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এলাকার স্থানীয় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমার নামে কুৎসা রটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ কামাহ্ তমাল এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে জেনেছি এবং ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ১:৪৬