ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার ২নম্বর সাহতা ইউনিয়ন শাখা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছেন বারহাট্টা থানা পুলিশ। নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বড়গাওয়া গ্রামের মৃত ইছব আলীর ছেলে আব্দুর রাজ্জাক।
আজ রোববার (১৯অক্টোবর) বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান – ঋণের দায়ে আত্মগোপনে থাকা মোঃ আব্দুর রাজ্জাককে বারহাট্টা থানা পুলিশ কর্তৃক মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাড়ৈখালী বাজার থেকে উদ্ধার করা হয়।
আব্দুর রাজ্জাক গত ১অক্টোবর রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বারহাট্টা থানাধীন সাহতা ইউনিয়নের মাছেহালা এলাকা হতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে আত্নগোপনে থাকা আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রফিকুল ইসলাম ৩ অক্টোবর বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করে। যার সাধারণ ডায়েরী নং-৯০।
এনিয়ে বারহাট্টা থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তি মোঃ আব্দুর রাজ্জাক’কে শনিবার (১৮অক্টোবর) বিকাল আনুমানিক বিকাল ৫টা ৪৫মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে উদ্ধার করে। উদ্বারের সময় মোঃ আব্দুর রাজ্জাক’কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আব্দুর রাজ্জাক জানান – এলাকায় ঋণগ্রন্থ হওয়ায় নিজে থেকেই আত্মগোপনে ছিলেন।
তিনি গত ১অক্টোবর রাত অনুমান ১১টার দিকে তার বাড়ি থেকে বের হয়ে বারহাট্টা থেকে গৌরীপুর যায়, সেখানে রাতে অবস্থান করেন। পরের দিন ২অক্টোবর গৌরীপুর থেকে ট্রেনযোগে ভৈরব যায়। ভৈরব থেকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখলা এলাকায় যায়। এরপর ৩অক্টোবর নরসিংদীর ইটাখলা থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় যায়, ওই এলাকায় আটদিন দিনমজুরের কাজ করেন। পরবর্তীতে ১১অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় গিয়ে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করেন।
পরে ১৬অক্টোবর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী যায়। পুলিশ আরও জানান – মোঃ আব্দুর রাজ্জাক নিজ এলাকার লোকজনের কাছ থেকে প্রায় ৫-৬ লাখ টাকা ঋণ নিয়েছে বলে জানান এলাকাবাসী। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হাফিজুল ইসলাম জানান – আজ রোববার মোঃ আব্দুর রাজ্জাক’কে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। শান্তা
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩