বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি চিত্রনায়ক দেব বলেন, ‘ব্যোমকেশ’ এবং ‘বাঘা যতীন’ দুটো ছবি ঘোষণার পরই ট্রোলড হচ্ছি। এ ট্রোলড হওয়ার কোনো মানে নেই।
তিনি আরও বলেন, কাজ না দেখে মন্তব্য করা ঠিক নয়। আগে লোকজন আমার পরিশ্রম, কাজ দেখুক তারপর নাহয় সিদ্ধান্ত নিক। কাজ না দেখে কাউকে ট্রোলড করাটা অযৌক্তিক।
একটি সিনেমা নির্মাণে শুধু অভিনয়শিল্পীরা যুক্ত নয়। এর পেছনে কাজ করে পরিচালক, প্রযোজক ও সিনেমার সব কলাকৌশলী। তাই শুধু অভিনয়শিল্পীদের দোষারোপ করাতে দ্বিমত পোষণ করেন অভিনেতা।
বর্তমানে অবশ্য বেশ চাপের মধ্য দিয়ে দিন পার করছেন দেব। চলতি বছর আগস্টেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তার ঠিক পরই পূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘বাঘা যতীন’।
‘বাঘা যতীন’ সিনেমা নিয়ে তেমন চিন্তিত না হলেও ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে বেশ চিন্তায় রয়েছেন দেব। কারণ একই গল্প নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ব্যোমকেশ হয়ে ওটিটিতে ধরা দিচ্ছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাই দর্শকরা এ দুটি কাজের পার্থক্য ধরতে পারবে খুব সহজেই।
প্রতিযোগিতা বেশি থাকায় এরই মধ্যে সৃজিতের সঙ্গে কথা বলেছেন দেব। তাদের আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রেক্ষাগৃহে দেব অভিনীত ব্যোমকেশ মুক্তি পাওয়ার পরই ওটিটিতে অনিবার্ণ অভিনীত ব্যোমকেশের মুক্তি দেয়া হবে।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৫