ডেস্ক নিউজ : তিনি বলেছেন, ঈদের জন্য বিএনপির সংগ্রাম কিছুটা স্থবির হতে পারে। তবে থামে যায়নি। জাতীয় ও জনগণের দাবি আদায়ের জন্য বিএনপি কার্যক্রম চালিয়ে যাবে। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। সরকার উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট করছে, আর এই সুযোগে টাকা বিদেশে পাচার করছে। যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট। মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সরকার পতনের জন্য এ একটি বিষয়ে আন্দোলনই যথেষ্ট। ঈদের পরই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে জানিয়ে তিনি বলেন, সরকারের পতন আসন্ন জেনেই সরকার তাদের জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে। যত জুলুম করুক, এ সরকারের টিকে থাকার আর কোনো উপায় নেই।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:১৫