বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী টনকী কেন্দ্রীয় কবরস্থানের বর্ধিত অংশের সংস্কার কাজ শেষে সৌন্দর্য বৃদ্ধিতে স্থায়ীভাবে বৈদ্যুতিক বাতি স্থাপন, বিভিন্ন প্রকার গাছের চারা ও ফুলের গাছ রোপন করা হয়েছে। কবরস্থানের ভিতরে মানুষের সহজে আসা-যাওয়ার জন্য পাকা রাস্তা তৈরি সহ প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে আধুনিক লাইট সমৃদ্ধ দৃষ্টিনন্দন গেইট। বৃহস্পতিবার রাতে গেইটের নিচের অংশের ঢালাই ও শুক্রবার বিকেলে ফুল গাছের চারা রোপনের মাধ্যমে কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধি কাজের আনুষ্ঠানিকতা শেষ হয়। ২৮শে এপ্রিল শুক্রবার বাদ এশা গ্রামের সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোরআন খতম, ফাতেহা পাঠ ও দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে টনকি ও আসেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে আসা প্রায় ৪শতাদিক মুসল্লী অংশগ্রহণ করে।মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
কবরস্থান সংস্কার, সীমানা প্রাচীর তৈরি ও গেইট নির্মাণকাজের তত্বাবধায়ক টনকী আদর্শ গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা জে.কে শিপিং সিএন্ডএফ এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাইয়ুম ভূঁইয়া জানান, আমাদের সকলের একটি স্বপ্ন ছিল ঐতিহ্যবাহী টনকি গ্রামের কবরস্থান টিকে আধুনিকায়ন করা, গ্রামের মুরুব্বিদের পরামর্শক্রমে টনকী গ্রামের কৃতি সন্তান আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান ভুঁইয়া ও জনাব মোঃ আব্দুল কাইয়ুম ভূঁইয়া’র পরিবারের অর্থায়নে গ্রামের যুব সমাজের সহায়তায় কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানাগেছে টনকি কেন্দ্রীয় কবরস্থানটি প্রায় ৪শত বছর পূর্বে গ্রামের পূর্বপুরুষরা মসজিদসংলগ্ন এই স্থানটিতে তাদের স্বজনদের দাফন কাজে ব্যবহার করার মধ্যে দিয়ে কবরস্থানের সূচনা হয়। কালক্রমে এই বংশের লোকজন বৃদ্ধির কারণে সময়ের প্রয়োজনে কবরস্থানটিকে পূর্বদিকে বর্ধিত করা হয়েছে। এছাড়াও এলাকার সর্ববৃহৎ ও পুরাতন টনকী কেন্দ্রীয় ঈদগাহে প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেইট।
এসময় সকলের পক্ষ থেকে জানানো হয়, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় বংশের হাফেজ ও আলেমদের দ্বারা কোরআন খতম ও বিশেষ দুআ-মুনাজাতের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রামের সার্বজনীন সকল প্রকার ভালো কাজে যুবসমাজ একতাবদ্ধভাবে অংশগ্রহণ করে থাকে, তাই তাদের প্রতি ধন্যবাদ জানান, মোঃ আব্দুল কাইয়ুম ভুইয়া।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৫