ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ৫৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার সকালে গোপালগঞ্জ অফিসার্স ক্লাব কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির মো. আজমল হোসাইন সরদার, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান যোবায়ের খান ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৩৩