বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসু ল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দেশীয় সাহে বরা বিদেশীদের কান ভার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে নালিশ করেছে। স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আর সেই আদর্শেই দেশের জনগণের ভবিষ্যত জনগণ নিজেরাই নির্ণয় করবে। তারা প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে।উপজেলার কসবা টি. আলী কলেজ মাঠে ক্ষউদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভ্যাাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ,কসবা পৌরসভা মেয়র মো: গোলাম হাক্কানী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সাবেক কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, এবিব্যাংক জেলা অফিসের ভাইস প্রেসিডেন্ট ও ব্রান্স ম্যানেজার শাহিনুর আলম, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম। পরে মন্ত্রী এবি ব্যাংক: এর উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৭