বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা নাগাদ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৩৫৯৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেন্সিডিল, ৫৮ কেজি গাঁজা, ৯৩৪ বোতল ইস্কপ সিরাপ, ছয় বোতল বিয়ার ও সাত বোতল হুইস্কি।
বিজিবি-২৫ সরাইল ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই উপজেলার চাঁনপুর, সেজামোড়া, হীরাপুর, বিষ্ণুপুর, নোয়াবাদী, ইকরতলী, আলীনগর, কল্যাণপুর, রাজাপুর, কাশিনগর, ভাগলপুর, আনোয়ারপুর এবং আজমপুর এলাকায় অভিযান চালানো হয়। তবে এ সময় মাদক উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা মাদক ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে জমা ও ধ্বংস করার প্রক্রিয়া চালানো হচ্ছে।