ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের আরো বেশি মনোনয়ন বৃদ্ধির আহ্বান জানালেন ২৩ জন নারী সংসদ সদস্য এবং সাধারণ আসনে মনোনয়নপ্রত্যাশীরা। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে রাজনীতিতে নারী নেতৃত্বের বিকাশ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডি-এর অর্থায়নে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করা হয়। এসপিএল প্রকল্পের ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে, এই কর্মশালা আয়োজনের লক্ষ্য ছিল, আসন্ন জাতীয় নির্বাচনে সংসদে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের প্রতিবন্ধকতাসমুহ চিহ্নিত করা এবং সাধারণ আসনের জন্য মনোনয়ন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা।
বক্তারা অনুষ্ঠানে নিম্নলিখিত সুপারিশমালা প্রদান করে : প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে দল থেকে সাধারণ আসনে একটি নির্ধারিত সংখ্যা নারীদের মনোনয়ন দেবে তা উল্লেখ থাকতে হবে; নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদেরকে আর্থিক প্রণোদনার বিষয়ে নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে; রাজনৈতিক দলগুলোর প্রতিটি কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে ও রাজনৈতিক দলগুলোর নারী নেতাদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।
এই কর্মশালায়, ২৩ জন নারী সংসদ সদস্য, ও আগামী সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতিশীল মনোনয়ন প্রত্যাশীরা বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং জাতীয় নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধির অ্যাডভোকেসি কৌশল তৈরি করেন। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণের বিভিন্ন পদ্ধতি এবং প্রাইভেট মেম্বারস বিলের ওপর একটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টির ২৩ জন নারী সংসদ সদস্য এবং সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেন। প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেরিনা জাহান; জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য শরিফা কাদের এবং ইউএসএআইডি বাংলাদেশের ভারপ্রাপ্ত মিশন পরিচালক ক্যারি রাসমুসেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে বৃহত্তর জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণের প্রত্যাশা ও জয়ের লক্ষ্যে তাঁদের সবসময় অধিকতর সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী নেতাদের রাজনীতিতে নেতৃত্বের বৃহত্তর স্তরে আরোহণের ভালো একটা সুযোগ রয়েছে।
২০১১ সাল থেকে ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনীতি ও জনজীবনের সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রচেষ্টায় সহায়তা করছে। এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ২০০০০ এর বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা এখন পর্যন্ত ৬২১টি তৃণমূল কমিটিতে ৬৮২৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪