ডেস্ক নিউজ : বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়। এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা-এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এতদিন বহিরাগতদের ক্যাম্পাসে নির্বিঘ্নে প্রবেশাধিকার ছিল। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের ক্যাম্পাসে না আসার অনুরোধ করছি। ‘তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের মানুষজন খেলা উপভোগ করবে। যদি বহিরাগতদের প্রবেশ বন্ধ না হয় তবে রাতের একটি নির্দিষ্ট সময় পরে আমরা ক্যাম্পাসের প্রবেশমুখগুলো বন্ধ করে দেব। ‘
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৬